নারী ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে দিলীপ আগরওয়ালা
চুয়াডাঙ্গা -১ আসনে নারী ভোটারদের কাছে জনপ্রিয়তার র্শীষে রয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। এ আসনের নারীদের মধ্যে দিলীপ আগরওয়ালাকে নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। নারী ভোটারদের মধ্যে বেশ আলোচনার কারণ, বিগত বছরগুলো গর্ভবর্তী নারীদের বিনামূল্যে এ্যাম্বুলেন্স সার্ভিস, বিধবা এবং দারিদ্র মহিলাদের আর্থিক সহায়তা, স্কুল-কলেজ পর্যায়ে অসংখ্য মেধাবী দরিদ্র ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার সুযোগসহ অন্যান্য সামাজিক কার্যক্রম এর অন্যতম বিষয়। একারণে তিনি নারী ভোটারদের একচেটিয়া ভোট পাবেন। নারীদের একচেটিয়া ভোট ঈগল প্রতীকে পড়লে পাল্টে যাবে সব হিসাব। এসবের কারণে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনে এ আসনে নারী ভোটারদের ট্রামকার্ড হতে পারে দিলীপ আগরওয়ালা।